|
Date: 2023-02-28 08:56:37 |
জয়পুরহাট জেলা শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল স্কুল এন্ড কলেজ কর্তৃক জয়পুরহাটসহ পার্শ্ববর্তি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফ্রেব্রুয়ারী) দুপুরে শহরের সার্কিট মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নর্থ বেঙ্গল স্কুল এন্ড কলেজের পরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধক্ষ্য খাঁজা শামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মহিউদ্দিন আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এ্যাড. মোমেন আহমেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জয়পুরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মামুন ও ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর পাপিয়া বারিকসহ স্থানীয় সুধীজনরা।
সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিরা জয়পুরহাটসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার ১২ উপজেলার ৪ হাজার শিক্ষার্থীদের মধ্যে ১ ম স্থান অধিকারীকে ৫০ হাজার টাকা ও সেরা ১০ কৃতি শিক্ষার্থীদের হাতে ট্যাব, ক্রেষ্ট, সার্টিফিকেট তুলে দেন।
© Deshchitro 2024