নোয়াখালীর হাতিয়া থেকে ইয়াবা সহ মাদক কারবারি রাশেদুল ইসলাম ওরফে বাংলালিংক রাশেদ (৩৫) কে আটক করেছে কোস্টগার্ড।  এ সময়  আটক মাদক কারবারির কাছ থেকে ৭৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


গত সোমবার বিকাল ৩টার সময় হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরেন্য মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেলে আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আটক বাংলালিংক রাশেদ উপজেলার গুল্লাখালী গ্রামের মো: আলী আজমের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে. এম শাফিউল কিঞ্জল।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার হরন্যে মার্কেট এলাকা থেকে ৭৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাংলালিংক রাশেদ কে আটক করা হয়।


জব্দকৃত ইয়াবা সহ আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024