|
Date: 2023-02-28 11:57:29 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ এর নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন কমিটির নেতারা।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, অর্থ সম্পাদক জয়নুল হক, দফতর সম্পাদক ইমরান হুসাইন, কার্যনির্বাহী সদস্য মাহাতাব লিমন। এছাড়া সাংবাদিক সমিতির সাবেক আহ্বায়ক সোহাগ রাসিফসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল ২৭ ফেব্রুয়ারি সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিকেল চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। সাথে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী। সর্বমোট ৪৪ জন ভোটারের মধ্যে ৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
© Deshchitro 2024