|
Date: 2023-02-28 12:21:19 |
◾ ধর্মীয় ডেস্ক
একজন মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় জীবনসঙ্গীর দ্বারা। মানুষকে আলোর পথ দেখায় ভালো জীবনসঙ্গী। আর জীবনসঙ্গী মন্দ হলে সে মন্দের দিকেই টেনে নেয়, এটাই চিরাচরিত নিয়ম। তাই উত্তম জীবনসঙ্গী সবারই প্রত্যাশা।
এ প্রত্যাশা পূরণে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের বিকল্প নেই। আল্লাহ উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া শিখিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয়, আর আমাদেরকে (পুরুষদেরকে) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দাও। (সুরা ফুরকান : আয়াত ৭৪)
যারা মহান আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী লাভের প্রত্যাশা করেন, তাদের উচিত আল্লাহর কাছে তারই শেখানো ভাষায় আবেদন করা।
© Deshchitro 2024