|
Date: 2023-02-28 13:05:43 |
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ অজ্ঞাত এক যুবক (৩৫) লাশ উদ্ধার করেছে। সোমবার দুপুরে উপজেলার সান্তাহার ইউপির পানলাগ্রাম এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি উপজেলার সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামের নিকট পৌঁছলে অজ্ঞাত ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, নিহত যুবক আত্মহত্যা করেছে নাকি রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি। এছাড়া সন্ধ্যা পর্যন্ত তার পরিচয়ও সনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় ইউডি মামলা দায়ের হয়েছে।
© Deshchitro 2024