ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ,সুস্থ দেহ সুস্থ মন’ এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে নানা কর্মসূচির মধ্যদিয়ে ডায়াবেটিকস সচেতনতা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল দশটায় সচেতনতামূলক র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণের পর ডায়াবেটিক সমিতি কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক।

ক্ষেতলাল ডায়াবেটিক সমিতি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার নুসরাত জাহান বন্যা, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, সমিতির সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী, ডা: নুর আলম সিদ্দিক, থানার ওসি (তদন্ত) মাকছুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল খাঁ, ক্ষেতলাল মানবিক ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌসী রানা চৌধুরী, প্রভাষক নাফিউল হাদী মিঠু প্রমূখ।

পরে প্রায় দের শতাধিক মানুষের বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024