মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কলবাড়ী প্রস্তাবিত তুফান রিসোর্ট মাঠ চত্তরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও এসডিএফের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় যুব উৎসব উদ্যাপন উপলক্ষে র্যালী,আলোচনাসভা,ক্রীড়া অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল,বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ গাজী, এসডিএফ কর্মকর্তাবৃন্দ প্রমুখ।