ঠাকুরগাঁও- ২ আসন স্বাধীনতার পর অধিকাংশ সময়ে আওয়ামী লীগের দখলে । ভোটের সময় যত কাছাকাছি আসে  ততই মনোনয়ন প্রত্যাশীদের  আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয় নেতাকর্মী থেকে শুরু করে  সাধারণ ভোটারদের কাছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ , দলীয় নেতাকর্মী  ও ভোটারদের কাছে ছুটে চলছেন আহসান উল্লাহ ফিলিপ। আহসান উল্লাহ  ফিলিপ একান্ত সাক্ষাৎকারে বলেন -শুধু ভোটকে কেন্দ্র করে আমার গণসংযোগ চলছে না বরং আমি এবং আমার পরিবার  ঠাকুরগাঁও -২ আসনের  আওয়ামী লীগের সকল নেতাকর্মী , সকল শুভাকাঙ্ক্ষী, সকল ভোটারদের সুখ-দুঃখে পাশে থাকি। দেশ - দেশের মানুষকে ভালোবাসার নীতি - নৈতিকতা আমরা শিখেছি  আমার মরুহুম পিতার কাছে আর আমার পিতা শিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে । সুতরাং আমাদের পরিবারের রক্ত  আওয়ামী লীগ পরিবারের রক্তের সাথে মিশে আছে।

মাননীয় প্রধানমন্ত্রী,  দেশরত্ন  , স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা  আমাকে যদি মনোনয়ন দেন  আমি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হয়ে কাজ করব ।    বলছিলাম  -

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী  উপজেলার কৃতি সন্তান,  বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ,ঘনিষ্ঠ সহচর, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য ,  ভাষা সৈনিক,  অ্যাডভোকেট দবিরুল ইসলাম এমএলএ  (যুক্তফ্রন্ট সরকার) এর কনিষ্ঠপুত্র আহসান উল্লাহ  ফিলিপ এর কথা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024