|
Date: 2023-03-01 07:54:17 |
শ
শর্টগানের ০৪ (চার) রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার।
নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ কর্তৃক
২৮/২/২০২৩ ইং রাত অনুমান ০৭.৩০ ঘটিকায় এসআই বিকাশ সাহা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ইমার্জেন্সি মোবাইল- ৫১ ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনবাগ থানার ৫নং অর্জুনতলা ইউনিয়নের দক্ষিন গোরকাটা গ্রামে জাহাঙ্গীর মিয়ার মালিকানাধীন অব্যবহৃত মুরগীর খামারের পেছনে একটি পলিথিনে মোডানো স্বচ্ছ প্লাস্টিক বক্সে রক্ষিত ০৪ (চার) রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, যার গায়ে ইংরেজিতে RIO AMMO 12GA, CVC 12, NOBEL 12 SPORT লেখা আছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়।
ঘটনার বিষয়টি সেনবাগ থানার সাধারন ডায়েরী নং ১২৩২ তাং ২৮/২/২০২৩ ইং মুলে লিপিবদ্ধ করা হয়েছে।
© Deshchitro 2024