ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছেলের কুড়ালের কোপে মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের শিমরাইল এলাকায়। জানা যায় শিমরাইল এলাকার আব্দুর রাশিদের স্ত্রী আকলিমা বেগম (৫৫) রাতে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। ঘুমিয়ে থাকা অবস্থায় তার ছেলে রকিবুল ইসলাম (২৮) কুড়াল নিয়ে ঘরে ঢুকে মায়ের শরীরে এলোপাতাড়ি কুপিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আকলিমা বেগমের ডাক চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ছুঁটে এসে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, পরিবারের লোকজন এবং চিকিৎসকের প্রেসক্রিপশন দেখে বুঝা যায় রকিকুল মানসিক ভারসাম্যহীণ ছিল। তাকে কুড়ালসহ আটক করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024