|
Date: 2023-03-01 09:58:27 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. দীপিকা রাণী সরকার।
গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে রেজিস্ট্রার ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয় ।
আদেশে বলা হয়, আগামী ৪ মার্চ থেকে দুই বছরের জন্যে প্রফেসর ড. দীপিকা রাণী সরকার ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে হলের বর্তমান প্রভোস্ট প্রফেসর ড. শামীমা বেগম তাকে এ দায়িত্ব বুঝিয়ে দিবেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বিধি মোতাবেক বেতন ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের পাশে বাংলা বাজার এলাকায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল নামে ১৬তলা বিশিষ্ট এই ছাত্রী হলটি নির্মাণ করা হয়েছে। প্রথম হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. এস এম আনোয়ারা বেগম।
© Deshchitro 2024