|
Date: 2023-03-01 10:17:11 |
মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুর উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে
‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩’ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব
পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টেংগা মাগুর বালিকা সরকারি প্রাথমিক
বিদ্যালয় ও উত্তর খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক ছাত্রছাত্রীদের ডিম খাওয়ানো উৎসব
পালন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা: হোসাইন মোঃ রাকিবুর রহমান এর সঞ্চালনায় ডিম খাওয়ানো উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাইদা খানম। প্রধান অতিথির বক্তব্যে বলেন,
‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩’ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো একটি
ব্যতিক্রমী উৎসব। প্রাণিজ আমীষ জাতীয় খাদ্য দুধ ও ডিম শিশুদের পুষ্টির চাহিদা পূরণ
করে। এ ছাড়াও মেধা ও শারিরিক বৃদ্ধি গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ডিম ও দুধের
উপকারিতা সাধারণ মানুষের মাঝে পৌছানোর লক্ষ্যে প্রতি বছর প্রাণিসম্পদ সেবা সপ্তাহ
নামে এই ব্যাতিক্রমী উৎসব পালন করা হয়।
ডিম খাওয়ানো উৎসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা:
তারেক হাসান, সম্প্রসারণ কর্মকর্তা(এলডিডিপি) ডা: সাধনা রানী রায়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলএফএ মো: মিজানুর রহমান ও মাহফুজার
রহমান।
© Deshchitro 2024