আশাশুনিতে ৪র্থ জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীতে অতিথি হিসাবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। এ সময় উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, জীবন বীমা কর্পোরেশ আশাশুনি শাখা ব্যবস্থাপক শেখ নাছিমা ইয়াসমিন, সিনিয়র উন্নয়ন অফিসার আলী নেওয়াজ, উন্নয়ন অফিসার জহুরুল আলম, ই¯্রাফিল, শাহরিয়ার জেনিথ, রেহেনা আক্তার, অজয় কুমার সরকার প্রমুখ আলোচনা রাখেন ও অংশ নেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024