খাগড়াছড়ির জেলার রামগড়ে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মো. শরিফুল ইসলাম ফরহাদ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ২টার দিকে রামগড় পৌরসভার সাত নং ওয়ার্ড  দক্ষিণ কালাডেবায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।


শরিফুল পৌরসভার সম্প্রুপাড়ার মো. তাজুল ইসলামের বড় ছেলে এবং উত্তর লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।


পরিবার সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে শরিফুল দক্ষিণ কালাডেবায় মামা নূর নবীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সে ও অপর দুই শিশু বাড়ির পরিত্যক্ত একটি পুকুরে গোসল করতে নামে। শরিফুল পুকুরে লাফ দিয়ে নামার পর ডুবে গেলে সঙ্গী দুই শিশু চিৎকার করে। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024