|
Date: 2023-03-02 11:54:52 |
আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরিক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকা না থাকার প্রশ্নে, না থাকার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি(জবিশিস)। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষকরা একটি সাধারণ সভা করেছেন। সেখানে সর্বসম্মতের দাবিতে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কালাম মো. লুৎফর রহমান।
ড. লুৎফর রহমান বলেন, আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকব না। আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এবিষয়ে ভিসি মহোদয়কে জানিয়েছি। আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা পূনঃরায় চালু করতে হবে ।
এর আগে ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর সঙ্গে সভা শেষে আগামী মাসের শেষের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বলে জানিয়েছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে এতে আপত্তি জানায় জবি শিক্ষক সমিতি। তবে এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইমদাদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেন নি।
© Deshchitro 2024