বাগেরহাটের মোরেলগঞ্জ  উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২ মার্চ) দিনব্যাপী উপজেলা  সভাকক্ষে  অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজের আয়োজনে উপজেলার স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিহাদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান । প্রশিক্ষক হিসেবে ছিলেন সহযোগী  অধ্যাপক  ড. মো. কামরুজ্জামান ও উপজেলা  স্বাস্থ্য  ও প. প. কর্মকর্তা  মুফতি ডা. মোঃ  কামাল হোসেন।  

উপস্থিত ছিলেন উপজেলা  ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা খানম, প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024