|
Date: 2023-03-02 13:56:45 |
'ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে' এ প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে মোরেলগঞ্জ নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে রেলি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান।
এছাড়া, রেলিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন সহ নির্বাচন অফিসের কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024