|
Date: 2023-03-02 14:40:18 |
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রোকেয়া খাতুন (১৫) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এঘটনা ঘটে। সে ওই গ্রামের কৃষক আব্দুর রহমানের মেয়ে ও রামকৃষ্ঠপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, গত বুধবার শিক্ষার্থী রোকেয়া খাতুনকে রেখে মা ও ভাবি আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীর বাবা আব্দুর রহমান মাঠে ঘাষ কাটতে যান। দুপুরে এসে দেখেন তার মেয়ে রোকেয়া খাতুন নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছেন, তার মা ও ভাবি তাকে বাড়িতে রেখে যাওয়ার কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে। নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
© Deshchitro 2024