উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে জাহাঙ্গীরপুর আলীম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি )জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর আলীম মাদ্রাসার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


জাহাঙ্গীরপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আশরাফ আলীর  সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন।


এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম , উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন,জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান  মোঃ কামাল উদ্দিন মন্ডল, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু, জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর মাহমুদুল হাসান হুমায়ুন মাস্টার প্রমুখ। 


সকালে ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় দলগত ডিসপ্লে,স্কাউট, শ্রেণিভিত্তিক ও ছাত্র-ছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।


বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে  আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024