|
Date: 2023-03-02 15:15:41 |
নোয়াখালী সুপার মার্কেট হইতে অন্তর ও ডিসি অফিসের সামনে হইতে ফকির যাত্রীবেশে ভিকটিম ইব্রাহিম(২৯) পিতা আক্তার হোসেন সাং চর কবির থানা হাতিয়া জেলা নোয়ালখালীর রিক্সা ভাড়া করে গত ০১ ফেব্রুয়ারী তারিখ রাত অনুমান ৮ ঘটিকার সময়। রাত অনুমান ০৮.৫৫ ঘটিকার সময় সুধারাম থানাধীন ১১নং নেওয়াজপুর ইউনিয়নের ভেলানগর সাকিনস্থ মালিবাড়ির পোলের সামনে রাস্তার উপর পৌঁছাইলে ঘটনাস্থলে পূর্ব থেকে অবস্থান করা আসিফ ও ফয়সাল অটোরিক্সার কাছাকাছি আসলে রিক্সায় বসা অন্তর ও ফকির ভিকটিমকে অটোরিক্সা থামানোর জন্য বলে। অটোরিক্সা থামালে আসামীরা ভিকটিমের শার্টের কলার চাপিয়া ধরে এবং ২নং আসামী আসিফ গলায় ছুরি ধরিয়া রাখে। পরবর্তীতে ভিকটিমকে রাস্তায় শোয়াইয়া এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারিলে ভিকটিমের ডান পায়ের হাঁটুর নিচে রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও থেতলানো জখম করেভিকটিমের ব্যাটারি চালিত অটোরিক্সা (মিশুক), যাহার আনুমানিক মূল্য-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা নিয়া দক্ষিণ দিকে চলিয়া যায়।
খবর পেয়ে সুধারাম থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১। অন্তর (১৭), ২। মোঃ আসিফ (১৯), ৩। ফয়সাল ইসলাম (১৮), ৪। মোঃ ফকির আহাম্মদ (২০), সর্ব ১০নং অশ্বদিয়া ইউপি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী ) আসামীদের তথ্যের ভিত্তিতে ভোর ৪.৩৫ ঘটিকার সময় সুধারাম মডেল থানাধীন ১০নং অশ্বদিয়া ইউনিয়নের দক্ষিণ নাজিরপুর সাকিনস্থ তিন ভাই দোকান নামক স্থানের তিন রাস্তার মোড়ের পাঁকা রাস্তার উপর হইতে অটোরিক্সাটি উদ্ধার পূর্বক জব্দ করেন।
উক্ত বিষয়ে ভিকটিম নিজেই বাদী হইয়া এজাহার দায়ের করিলে সুধারাম মডেল থানার মামলা নং-৪, তারিখ-০২/০৩/২০২৩খ্রিঃ, ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড রুজু করা হয়। আসামীদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024