|
Date: 2023-03-02 15:41:11 |
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে গ্রেইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (GRDC) গত ২৮ ফেব্রুয়ারী দুইজন গ্রেইন বিশেষজ্ঞকে সম্মানিত করেছেন তার মধ্যে বাংলাদেশী বংশোদ্ভুত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ প্রাইমারি ইন্ডাস্ট্রিস এন্ড রেজিওনাল ডেভেলপমেন্ট (DPIRD) তে কর্মরত মাটি বিজ্ঞানী ডক্টর গাউছ আজমকে GRDC রিকগনাইজিং এন্ড রিওয়ার্ডিং এক্সসেলেনেন্স অ্যাওয়ার্ড প্রদান করেন এবং অন্যজন আরেকজন বিজ্ঞানী জেরেমি কারিকে ইমার্জিঙ্গ লিডার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মাটি বিশেষজ্ঞ ডক্টর গাউছ আজম ২২ মিলিয়ন ডলারের একটি প্রজেক্টের প্রধান হিসেবে কাজ করেছেন যেখানে গবেষণার জন্য বেছে নেয়া হয়েছিল ১২ মিলিয়ন হেক্টর জমি। তার প্রধান কাজটি ছিল মাটিতে এসিডিটি, ক্ষারতা ও সোডিয়ামের মাত্রা এবং পানির স্বল্পতার বিপরীতে উন্নত ফসল উৎপাদন। এই কাজটি শুধু গবেষণায় ছিলনা, যেটা সরাসরি অস্ট্রেলিয়ার কৃষকদেরকে ফসল উৎপাদনে ব্যাপক সাহায্যও করেছে এবং করবে।
ডক্টর ডক্টর গাউছ আজম ২০০২ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী নেন, ২০০৪ সালে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কৃষি প্রযুক্তিতে মাস্টার্স, ২০১৩ সালে ইউনিভার্সিটি অফ এডেলেড থেকে এপলাইড সয়েল সাইন্স এর উপর পি এইচ ডি ডিগ্ৰী নেন।
GRDC ওয়েস্টার্ন প্যানেলের প্রধান ডারিন লি বলেন, "গাউছ একজন আবিষ্কারক যা সে কখনোই একটা বাক্সে মধ্যে চিন্তা আটকে রাখে না। তার দেয়া প্রযুক্তির প্রয়োগের অস্ট্রেলিয়ার গ্রেইন ( ধান, গম, ভুট্টা ও অন্যান্য ফসল ) কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছে যা প্রমাণিত। আমি তার মাটির রিইঞ্জিনিয়ারিং প্রযুক্তির প্রয়োগে বিস্মিত।"
© Deshchitro 2024