বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব হল প্রশাসন ও হলের শিক্ষার্থীরা। 


বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব হলে ওই বৃক্ষরোপন কর্মসূচি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


বঙ্গবন্ধু শেখ মুজিব হলের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তাসনিম বিন হামিদ বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  আমাদের প্রথম শ্রেণীর পদমর্যাদা দিয়েছেন। তার মান রাখতে বাকৃবি ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ভাইয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এর শিক্ষা ও গবেষণার পথকে সুগম করতে  সুস্থ, স্বাভাবিক ও প্রাণবন্ত পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।


কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট  প্রফেসর ড. এ.কে. শাকুর আহম্মদ বলেন,

আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬২ তম প্রতিষ্ঠা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের তথা সমস্ত কৃষিবিদদেরকে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন। জাতির পিতার এই মর্যাদা অক্ষুন্ন রাখতে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের সকলের শ্লোগান হওয়া উচিত  তার আদর্শ ও চেতনায় প্রতিফলন ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন, মেধাবী গ্রেজুয়েট এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024