|
Date: 2023-03-03 03:45:44 |
চট্টগ্রাম বিশ্বাস যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল নগরীর থিয়েটার ইনিষ্টিটিউট গ্যালারী কক্ষে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার প্রধান র্নিবাহী শফি উল বশর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও র্নিবাহী ম্যাজিষ্ট্রেট হুসাইন মোহাম্মদ, প্রধান বক্তা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক প্রবেষ কুমার সাহা ,বিশেষ অতিথি, যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালী ,ইউনিট অফিসার জাহান উদ্দিন, স্বপ্নীল বাংলাদেশ ফোরামের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সিকদার ও তামাকুমন্ডি লেইন বর্ণিক সমিতির সাধারন সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য পিযুষ দাশ গুপ্ত। প্রধান অতিথি আলোচনায় অংশ নিয়ে বলেন যুব সমাজকে প্রতিষ্ঠিত করতে কারিগরি প্রশিক্ষণের কোন বিকল্প নাই। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য,উদ্দ্যেশ্য ঠিক না থাকলে পরিচালনা করা খুব কঠিন। কারিগরি শিক্ষয় পারে যুব সমাজকে বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি দিতে। আমাদের দেশে দক্ষ লোকের বড় অভাব। দক্ষ জনবল তৈরীতে কারিগরী প্রশিক্ষনের বিকল্প নেই। দেশে ও দেশের বাহিরে মোবাইল সার্ভিসিং এর প্রচুর চাহিদা। বিশ্বাস যুব ও সমাজকল্যাণ সংস্থা যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে যে ভাবে দক্ষ জনসম্পদে পরিনত করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। প্রধান বক্তা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক প্রবেষ কুমার সাহা বলেন সংস্থাটি যুব সমাজকে দক্ষতার বৃদ্ধি ও স্বাবলম্বী করার মাধ্যমে যে ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাঁর জন্য আমি আজ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকিতে উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করি।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালী ,ইউনিট অফিসার জাহান উদ্দিন , তামাকুমন্ডি লেইন বর্ণিক সমিতির সাধারন সম্পাদক মোজাম্মেল হক,কোয়ান্টাম র্আডেন্ট র্অগানিয়ার আবুজারার প্রমুখ।প্রতিষ্ঠানের র্নিবাহী প্রধান শফি উল বশর বলেন চায়না আজ বিশ্ববাজার দখল করে আছে আমরা যদি আমাদের মানব সম্পদকে কাজে লাগাইতে পারি তাহলে বাংলাদেশও একদিন বিপুল বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। সরকারী সুযোগ সুবিধা পেলে আগামীতে আর্ন্তজাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে। উল্লেখ্য যে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট,ও বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এ যুবকদের দুইমাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া হয়। তারপর সংস্থার মোবাইল ক্লিনিকে ৬ মাস মেয়াদি ইনটার্ন করে আরো দক্ষ হয়ে যুবকদের আত্ম কর্মস্থানের সুযোগ তৈরী হয়। আলোচনা সভার শেষে ৬৮,৬৯,৭০,৭১,৭২ ব্যাচ এর ছাত্রদের সনদপত্র বিতরণ ও ৪ জন প্রাক্তন সফল ও প্রতিষ্ঠিত ছাত্রকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
© Deshchitro 2024