জামালপুর-শেরপুর -৩১৮ সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান বলেই দেশের মানুষ আজ ভালো আছে। দেশের উন্নয়ন হচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মানবতার মা। সেকারণেই দেশে কোনো অভাব নেই।'

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেচারচর গ্রামে খলিল মেম্বারের বাড়িতে 'শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক' এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

চরপুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ আসনের সদস্য খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসনে আরা এমপি বলেন, 'শেখ হাসিনার মতো সৎ প্রধানমন্ত্রী পৃথিবীতে নেই। তিনি সৎ বলেই দেশের উন্নয়ন হচ্ছে। গ্রাম এখন শহরে রূপান্তর হয়েছে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন হবে না। দেশের মানুষ ভালো থাকবে না। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা ভালো থাকলে, দেশের উন্নয়ন হবে। দেশের মানুষ ভালো থাকবে। আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না থাকে, সেকারণে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে।' 

এমপি হোসনে আরা আরও বলেন, বিএনপি-জামায়াত  জ্বালাও-পোড়াওয়ের পথ বেঁচে নিয়েছে। তারা নাশকতা  ছাড়া আর কিছুই জানে না। দুর্নীতি করায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা হয়েছে। তার ছেলে দুর্নীতিগ্রস্ত তারেক জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে দেশে আসতে পারে না।'

এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, 'আমি আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনের এমপি পদপ্রার্থী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আপনারা আমাকে ভোট দেবেন। দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, আমরা তাঁকেই ভোট দেবো। নৌকা মার্কায় যেখানে আপনারা সেখানে থাকবেন।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি হোসনে আরার ছেলে কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সাবেক সম্পাদক মীর শরিফ হাসান লেলিন,  উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, আওয়ামী লীগ কর্মী হেলাল উদ্দিন প্রমুখ। উঠান বৈঠকে অন্তত চার শতাধিক নারী অংশ নেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024