জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধের দাবিতে এবং নবায়ন শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়ে শ্যামনগর উপজেলায় শরুব ইয়ুথ টিমের আয়োজনে , একশনএইড বাংলাদেশের সহযোগিতায়  সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস কাব চত্বরে শুক্রবার (৩ মার্চ)সকালে এক ভিন্নধর্মী সাইকেল র‌্যালী ও বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে একাত্বতা জানিয়ে আয়োজন করে।

জীবাশ্ম জ্বালানী বৈশ্বিক ঊষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ এবং দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্য একটি প্রভাবক হিসেবে কাজ করে। কল-কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন খাতে প্রতিনিয়ত যে হারে জীবাশ্ম জ্বালানী ব্যবহার করে তার ফলে বৈশ্বিক ঊষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।  

 ধর্মঘটে যুবরা জলবায়ু সুবিচার চাই, জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ কর, নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধি কর এ সকল শ্লোগান নিয়ে যুবরা জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের কাছে দাবি জানায়।

জলবায়ু ধর্মঘটে বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের প্রধান কর্তা এসএম জান্নতুল নাঈম, একশনএইডের প্রতিনিধি শুভেন্দু বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন পশ্চিমা বিশ্ব আমাদের তিপূরণ দিবে এবং তারা জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করবে। একমাত্র নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ, কার্বন ও গ্রীন হাউস গ্যাসের নির্গমন কমিয়ে এই ধরাকে জলবায়ু পরিবর্তনের মত বিপর্যয়কে রুখে দিতে পারে। ধর্মঘটে শরুব ইয়ুথ টিম সহ অন্যান্য এলায়েন্স সংগঠন ও একাত্মতা প্রকাশ করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024