অপহরণ ,চাঁদাবাজী, রাজনৈতিক ব‍্যক্তিবর্গের উপর হামলাসহ একাধিক মামলার আসামী দিনাজপুর চিরিরবন্দর উপজেলার শীর্ষ সন্ত্রাসী মোঃ মাহাফুজ হোসেনকে  গ্রেফতার করেছে চিরিরবন্দর পুলিশ।গতকাল ২মার্চ ১২টায় তাকে চিরিরবন্দর থেকে আটক করা হয়।

মোঃ মাহাফুজ হোসেন চিরিরবন্দর উপজেলার আন্ধারি এলাকার মোঃ নূর আমিন মেম্বারের ছেলে।চিরিরবন্দর উপজেলার এক আওয়ামীলীগ নেতার ছত্র ছায়ায় থেকে সে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছে বলে একাধিক বিশ্বস্থ সুত্র থেকে জানা যায়। গত  ২২সালের ১০অক্টোবর চিরিরবন্দর উপজেলার আওয়ামীলীগ এর কাউন্সিলে মোঃ মাহাফুজ হোসেন তার সন্ত্রাসীবাহিনী নিয়ে কাউন্সিলে হামলা চালায় এবং চিরিরবন্দর উপজেলার ভাইস চেয়ারম‍্যান এবং সভাপতি প্রার্থী জ‍্যোতিষ চন্দ্র রায়,দিনাজপুর জেলা মৎস‍্যলীগের লীগের সভাপতি শ্রী লক্ষী রায় সুমন সহ প্রায় ১০থেকে ১২জন কুপিয়ে গুরুতর রক্তাক্ত ও জখম করে।ঐ সময় জেলা মৎস‍্যলীগের সভাপতি শ্রী লক্ষীকান্ত বাদী হয়ে চিরিরবন্দর উপজেলার সাবেক সভাপতি মুকুল,শীর্ষসন্ত্রাসী মাহাফুজ হোসেন,সুমন দাসসহ বেশ কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেন।বর্তমানে সে ঐ মামলারও ওয়ারেন্টভুক্ত আসামী।

মাহফুজের সন্ত্রাসী কর্মকান্ডের স্বীকার চিরিরবন্দর উপজেলার হোসনা গ্রামের পাঠানপাড়া এলাকার মোঃ মোসলেম উদ্দীনের ছেলে মোঃ জমির উদ্দীন মাষ্টার।তাকে মাহাফুজ হোসেন অপহরন করে ৭০হাজার টাকা মুক্তিপন নেয়। তার কাছ থেকে রক্ষা পেয়ে জমিরউদ্দিন মাষ্টার চিরিরবন্দর থানায় বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করেন।সেই মামলার সুত্র ধরে চিরিরবন্দর থানার অফিসার ইন চার্য মোঃ বজলুর রশিদের দিক নির্দেশনায় গত ২মার্চ মোঃ মাহাফুজ হোসেনকে গ্রেফতার করা হয়।৩মার্চ শুক্রবার মোঃ মাহাফুজ হোসেনকে আদালতে প্রেরন করা হয়েছে বলে চিরিরবন্দর থানার সেকেন্ড অফিসার এস আই নূর আলম জানান। ওসি ও তদন্ত ওসির ব‍্যস্ততার কারনে থানার সেকেন্ড অফিসার  এস আই নূর আলমের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি প্রতিনিধিকে জানান  মোঃ জমির উদ্দিন মাষ্টারের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে মাহাফুজ হোসেনের বিরুদ্ধে আদার সেকশনসহ অপহরন মামলা দায়ের হয়েছে।এবং তাকে আজ সকালে ৩মার্চ দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024