|
Date: 2022-08-18 16:17:19 |
◾ শিক্ষা ডেস্ক
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহ মো: আশরাফুল ইসলাম সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মো: রুবেল আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, তারা দু’জনই ২০২১-২২ কার্যবর্ষে যথাক্রমে সাহিত্য ও প্রচার সম্পাদক এবং উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কেন্দ্রীয় ভাবে সভাপতি পদে বিবেচনা করায় আশরাফুল ইসলাম বলেন, সবাই ভালোবেসে ও আস্থা রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব দেওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমের মাধ্যমে তরুণ কলাম লেখক ফোরামকে দেশব্যাপি ছড়িয়ে দেওয়া এবং লেখনীর মাধ্যমে সকল অপশক্তি রুখে দেওয়ার লক্ষ্য নিয়েই এবারের যাত্রা শুরু হবে আমার।
শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের বৃহৎ একটি সংগঠন BTCLF এর শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশা করছি আমার অর্জিত মেধা ও শ্রম দিয়ে প্রাণের এই সংগঠনকে একটি আদর্শ ও সমৃদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করবো।
© Deshchitro 2024