|
Date: 2023-03-03 15:05:50 |
•• আমি হতে চাই ••
~ তামিম হোসাইন
আমি হতে চাই,
তোমার কলমের শেষ কালি।
আমি হতে চাই,
তোমার উপন্যাসের শেষ পাতা।
আমি হতে চাই,
তোমার বইয়ের পৃষ্ঠার শেষ লাইন।
আমি হতে চাই,
তোমার গল্পের শেষ বাক্য।
আমি হতে চাই,
তোমার বইয়ের শেষ অধ্যায়।
আমি হতে চাই,
তোমার বাগানের শেষ ফুল।
আমি হতে চাই,
তোমার ফটোর ফটোগ্রাফার।
আমি হতে চাই,
তোমার কানের ফুল।
আমি হতে চাই,
তোমার আখির কাজল।
আমি হতে চাই,
তোমার নাকের নোলক।
আমি হতে চাই,
তোমার কানের দুল।
আমি হতে চাই,
তোমার নাকের ফুল।
আমি হতে চাই,
তোমার পায়ের পায়েল।
আমি হতে চাই,
তোমার গানের শুর।
আমি হতে চাই,
তোমার নিশ্বাসের বিশ্বাস।
© Deshchitro 2024