গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ৩৬তম অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আজ ০৪/০৩/২০২৩ ইং তারিখ সকাল ১০ঃ০০ টায় সুন্দরগঞ্জ থানায় যোগদান করেছেন জনাব কে.এম. আজমিরুজ্জামান। তিনি সরকার মোঃ ইফতেখারুল মোকাদ্দেম এর স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে একমাত্র ৩৩ তম ওসি মোঃ আব্দুল্লাহ হিল জামান সুন্দরগঞ্জ থানায় সর্বোচ্চ সময় সফলতার সহিত দ্বায়িত্ব পালন করেছিলেন। 

নবাগত ওসি কে এম আজমিরুজ্জামান আজ সকালে সুন্দরগঞ্জ থানায় পৌছালে সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সেরাজুল ইসলামের নেতৃত্বে সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় সুন্দরগঞ্জ থানায় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক পিন্টু কুমার সরকার। 

নবাগত ওসি যথেষ্ট স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন সুন্দরগঞ্জের সাধারণ মানুষ। 

থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি তাদের অভিভাবক হিসেবে নবাগত ওসির সাফল্য কামনা করেন। 

এদিকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) 

কে এম আজমিরুজ্জামান সকল পুলিশ সদস্যদের নিয়ে আইন অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করে সুন্দরগঞ্জ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবেন বলেই আশাবাদী সকলেই।  
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024