|
Date: 2023-03-04 05:59:52 |
কক্সবাজার জেলার উখিয়া বালুখালী ক্যাম্পে মোহাম্মদ রফিক (৩৫) নামে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ১৯ নং ক্যাম্পের ‘এ’ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে।
জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ১০/১৫ জনের একদল সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে ঐ ক্যাম্পের এ/ ৯ ব্লকে তাণ্ডব চালায়। এ সময় রোহিঙ্গা রফিকের ঘর থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর একই ক্যাম্পের এ/১১ ব্লকের আবদুর রহিমের ঘরের সামনের গলিতে রফিককে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে পাশ্ববর্তী রোহিঙ্গারা রফিককে উদ্ধার করে বালুখালী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্প এপিবিএন পুলিশ নিয়োজিত থাকার পরও উখিয়া থানা পুলিশকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করতে হয়েছে বলে জানা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উখিয়া থানা এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
© Deshchitro 2024