বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কাজ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের উপযোগী যেকোনো সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। শেকড়ের উন্নয়নে তারা কাজ করছে  ভবিষ্যতেও করবে। অ্যালামনাই এসোসিয়েশন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. দিদারুল আলম। 


 ৩ মার্চ (শুক্রবার) প্রথমবারের মতো নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে তিনি এ কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 'ভাই ব্রাদার্স রি-ইউনিয়ন(২০২৩)' এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ৮ম ব্যাচের শিক্ষার্থীরা পুনর্মিলনী উৎসবের আয়োজন করেন।


এতে নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইন্টারকন্টিনেন্টাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তানভীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।


এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম মাহবুবুর রহমান, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ও রিজেন্ট বোর্ড সদস্য ড. আনিসুজ্জামান রিমন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে-উন্নয়নে যাতে প্রাক্তন শিক্ষার্থীরা পাশে থাকে। অ্যালামনাইদের সাহায্য সহযোগিতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এসময় প্রাক্তন শিক্ষার্থী সবার সহযোগিতা কামনা করেন তিনি।


এছাড়াও অনুষ্ঠানে অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব নুরুল আবছার কাজল, জার্মানি প্রবাসী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাজেদ ও প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ তায়েফ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024