|
Date: 2023-03-04 10:23:51 |
শেরপুরের ঝিনাইগাতীতে কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় প্রতিবন্ধীতা বিষয়ক ফোকালপার্সনদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ শুক্রবার নকসী প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালানা করেন, কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক সুলভ দফো। প্রশিক্ষণে তিনি শিশু সুরক্ষা, শিশু অধিকার, প্রতিবন্ধী কি, প্রতিবন্ধীর লক্ষণ ও রোধে প্রাথমিক ধারণা, প্রতিবন্ধীর শ্রেনীবিভাগ, বৈশিষ্ট্য আলোচনা করেন, আর্থসামাজিক ও চিকিৎসা ক্ষেত্রে, পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে সামাজিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে কারিতাস সীডস কর্মসূচির বিভিন্ন আত্মনির্ভরশীল দলের প্রতিবন্ধীতা বিষয়ক ২০ জন ফোকালপার্সনবৃন্দ অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024