|
Date: 2023-03-04 11:37:49 |
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে নারী বান্ধব ও মাতৃ দুগ্ধ কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই মাতৃ দুগ্ধ পান কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার) এর উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসিরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন অফিসের প্রধানগণ। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব আতাউর রহমান বলেন, মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় তিনি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো. নাসিরুজ্জামান নিউজনাউকে বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের সেবাগ্রহীতা মূলত গর্ভবতী ও প্রসূতি মায়েরা। সেবা গ্রহণ করতে আসা মায়েরা প্রায়শই তাদের বাচ্চাদের দুধ পান করাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। প্রসূতি মায়েদের এ অসুবিধা দূরীকরণের লক্ষ্যে মাতৃদুগ্ধ পান কর্নার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।
© Deshchitro 2024