|
Date: 2023-03-04 11:48:37 |
গত ২৮/০২/২০২৩ থেকে ফেসবুকে নিখোঁজের খবর প্রকাশ পায় ভ্যান চালক সাইফুলের।
৫ দিন পর অদ্য রাণীশংকৈল উপজেলার রামরাই দীঘির পূর্ব দিকের ভুট্টা ক্ষেত থেকে তার হাত বাঁধা লাশ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
নিহত সাইফুল ইসলাম (১৪) হরিপুর উপজেলার ৪ নং ডাংগীপাড়া ইউনিয়নের পূর্ব দামোল গ্রামের নুর ইসলাম ভদায়ের ছেলে ও রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
পারিবারিক তথ্যমতে গত (২৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার হতে তার ব্যাটারী চালিত অটো গাড়িতে করে ২ জন যাত্রী নিয়ে কাঠালডাঙ্গী বাজারের উদ্দেশ্যে বের হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর
রাত ১টার পরোও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে তার মুঠোফোনে ফোন করলে ফোন বন্ধ পায়। পরদিন তার দাদা মুনসেফ আলী হরিপুর থানায় একটি জিডি করেন। জিডি ট্রাকিং নং-২৭।
এর আগে একই ইউনিয়নের পাহাড়গাও গ্রামের ভ্যান চালক জামাল এর ক্ষেত্রেও অনুরূপ ঘটনা ঘটে এবং বালিয়াডাঙ্গী থেকে নিখোঁজের পর গলিত লাশ উদ্ধার করা হয়।
© Deshchitro 2024