◾শ্রেণিকক্ষে শিক্ষকের বর্জনীয় কাজসমূহ


১। অস্পষ্ট কন্ঠস্বর।

২। পাঠদানের সময় এক জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকা।

৩। শ্রেণিতে বসে পেপার পড়া, মোবাইল ঘাঁটা।

৪। পাঠদানের বিষয়ে জ্ঞান না থাকা।

৫। অস্বাভাবিক অঙ্গভঙ্গি করা।

৬। পাঠদানের সময় দাঁত দিয়ে নখ কাটা।

৭। পক্ষপাতিত্ব করা।

৮। অযথা গালিগালাজ করা।

৯। আঞ্চলিক ভাষায় কথা বলা।

১০। বই দেখে দেখে পাঠদান করা।

১১। শিক্ষার্থীদের 'তুই' বলে সম্বোধন করা।

১২। সময়মত পাঠদান শেষ করতে না পারা।

১৩। অশালীন শব্দ বা অপ্রাসঙ্গিক ভাষা প্রয়োগ করা।

১৪। চেয়ার/টেবিলের ওপর বসে পাঠদান করা।

১৫। বোর্ড ব্যবহার না করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা।

১৬। নিজের রুচি,পোষাক ও ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন না থাকা।

১৭। শিক্ষার্থীদেরকে শারীরিক কিংবা মানসিক শাস্তি প্রদান করা।

১৮। পাঠদানকালে ভুল তথ্য দেওয়া বা না জেনে ভুল উত্তর দেয়া।

১৯। শিক্ষার্থীদের নাম না জেনে এই ছেলে,ঐ মেয়ে ইত্যাদি সম্বোধন করা।

২০। শ্রেণি কক্ষে কোন শিক্ষার্থীর প্রতি বিশেষ আগ্রহ দেখানো কিংবা বিদ্বেষ পোষণ করা।

২১। পাঠ অনুযায়ী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী যেমন চার্ট,মডেল,ম্যাপ ইত্যাদি ব্যবহার না করা।

২২। সময় মত ক্লাসে না যাওয়া। 

২৩। ক্লাসের সময় শেষ হওয়ার পূর্বে ক্লাস থেকে বের হয়ে আসা। 

২৪। শিক্ষার্থীকে প্রশ্ন করার সুযোগ না দেওয়া। 

২৫। শিক্ষার্থীর নাম বিকৃত করে ডাকা।


সূত্র : ফেসবুক থেকে সংগৃহীত

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024