ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, বাখমুতে একদিনে (শনিবার) ১৩০টি গোলাবর্ষণ করেছে শত্রুবাহিনী। খবর আলজাজিরার। 


এই সেনাপ্রধান বলেন, বাখমুত পুরোপুরি ঘেরাও করে ফেলতে চাইছে তারা। তবে আমরা তা হতে দেব না। 


বাখমুতে গত কয়েক দিন ধরে চলছে তুমুল লড়াই। ইউক্রেন বলছে, দুর্গের মতো শহরটিকে রক্ষা করবে ইউক্রেনীয় সেনারা। 


এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বাখমুতে পরিস্থিতি কঠিন তবে নিয়ন্ত্রণে আছে। 


প্রসঙ্গত, বাখমুতে তীব্র যুদ্ধের কারণে শহরটি থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছেন অসংখ্য বাসিন্দা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024