◾অপেক্ষা◾

তাছনুভা খানম রওজা

•••••


আমি ক্লান্তহীন নির্ঘুম রাতে

চেয়ে থাকি তোমারি অপেক্ষাতে!

তুমিহীন‌ বন্ধ ঘরে,

ভয় করে এই রাতে |


হাজারো অপেক্ষার প্রহর দিয়েছি পাড়ি,

তবুও তুমি ফিরলে না কেন বাড়ি?

কেন এত অভিমান আমার উপরে?


প্রতিদিন কল্পনার বৃষ্টি ঝরে-

আমার শহরে।


স্বপ্নগুলো হারিয়ে যায়-

 চোখের পাতা খুললে।

ভালোবাসার বিনিময়ে -

এ কেমন যাতনা উপহার দিলে!


তবুও ক্লান্তিহীন ভাবে

 অপেক্ষার প্রহর দেই পাড়ি।

           


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024