সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ঈশ্বরীপুর ইউনিয়নে ধূমঘাট হাসারচক গ্রামের মৃত বিশ্বনাথ আউলিয়ার পুত্র ভবেশ চন্দ্র আউলিয়ার বসত ঘর সোমবার  বিকাল সাড়ে ৫টার দিকে আগুনে পুড়ে সম্পূণরুপে ভষ্মীভূত হয়েছে।
 জানা যায় আগুন লাগার সাথে সাথে মুহুর্তের ভিতরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগন প্রাণপন চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. জি এম  শোকর আলী জানান, বিকালের দিকে ভবেশ মাস্টারের বসত  ঘরে আগুন লাগে। এসময় ঘরে রক্ষিত যাবতীয় আসবাবপত্র, মূল্যবান দলিল, ধান, চাউল এবং কয়েক লক্ষ টাকার সোনার গহনা আগুনে পুড়ে যায়। এঘটনায় ভবেশ মাস্টার সর্বশান্ত হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যান রান্না করতে যেয়ে আগুনের সুত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভবেশ মাস্টার জানান, ঘরে আগুন লেগে অনুমান ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024