মণিরামপুরে একটি আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১০টি বসতঘর ভষ্মিভূত হয়ে প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানাযায়, গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহেলের ঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সোহেলের বাড়িতে সাজালের আগুনের কুন্ডুলি করে রাখা থেকে বিদ্যুৎ লাইনে আগুন লাগে। এরপর সেখানে বসবাসকারী ৪০টি আশ্রয়ণ প্রকল্পের বাড়ির মধ্যে মাসুদ, কাসেম, বিল্লাল, রফিকুল ইসলাম, আলমগীর, মুসলিমাসহ ১০টি পরিবারের বসতঘরে আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রনব বিশ্বাস জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২ দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একই সারিতে থাকা ১০ টি ঘর আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হাসান জানান, তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের হাতে দুই হাজার টাকা দেয়া হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024