|
Date: 2023-03-07 02:02:07 |
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্য জেলা প্রশাসন চট্টগ্রামের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজ শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৬ মার্চ মঙ্গলবার সকালে ছোট শিশুদের শ্রেণিভিত্তিক দুটি বিভাগে ভাগ করে ছড়া পাঠ প্রতিযোগিতা এবং ১১টায় শ্রেণিভিত্তিক তিনটি বিভাগে ভাগ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিকেলে একই জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৯০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন বলেন, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম প্রতিবছরের ন্যায় এবছরও ৭ মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। শিশুরা যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তার জন্য যথেষ্ট প্রস্তুতি নেয়া হয়েছে। এ প্রতিযোগিতায় নগরীর অনেক শিশুর সম্পৃক্ততা রয়েছে। এর ফলে শিশুরা তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। তাদের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত হয়। তাছাড়া এ প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা দেশের প্রতি তাদের ভালবাসা অনুধাবন করবে।
© Deshchitro 2024