|
Date: 2023-03-07 07:22:02 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষ্য শিক্ষার্থীদের নিয়ে ৭ মার্চের বক্তব্য প্রতিযোগিতা ২০২৩ এর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১টায় শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক মাহতাব আলম তানভীরের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক ফয়েজ শাহ জিলানী ও সহকারী শিক্ষক নিপা আক্তার।
প্রতিযোগিতায় অংশ নেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা।
© Deshchitro 2024