|
Date: 2023-03-07 10:52:46 |
হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায়প্ধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: আমিনুল হক সরকার। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মো: মুখলিছুর রহমান উজ্জ্বল,২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (শিশু) ডা: মো:আশরাফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তাগণ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
© Deshchitro 2024