মহান ৭ ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ।  আজ বিকাল ঈদগাঁও পাবলিক লাইব্রেরি হল রুমে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।


এতে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ  নেতা আবু তালেব, সেলিম বাবুল, নাওশাদ, ছৈয়দ আলী, সুমন কান্তি দে, টিটু কা সন্তি দে, প্রণব কান্তি দে, ওসমান সহ আরো অনেকে


ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব জানান,বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল একজন দক্ষ কৌশলীর সুনিপুণ বক্তব্য। বিশেষত ভাষণের শেষ পর্যায়ে তিনি ‘স্বাধীনতার’ কথা এমনভাবে উচ্চারণ করেন, যাতে ঘোষণার কিছু বাকিও থাকল না, আবার তাঁর বিরুদ্ধে একতরফা স্বাধীনতা ঘোষণার অভিযোগ উত্থাপন করাও পাকিস্তানি শাসকগোষ্ঠীর জন্য সম্ভব ছিল না। বস্তুত বঙ্গবন্ধুর এ ভাষণ ছিল বাংলাদেশের স্বাধীনতারই ঘোষণা। তবে সরাসরি তা ঘোষণা না করে তিনি কৌশলের আশ্রয় গ্রহণ করেন। তাঁর অবস্থান ছিল: মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ (বাঙালি) মাইনরিটি বা সংখ্যালঘিষ্ঠ (পশ্চিম পাকিস্তানি) থেকে বিচ্ছিন্ন হবে কেন? বরং মাইনরিটিই ‘সিসিড’ বা বিচ্ছিন্ন হোক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024