রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ইনজামুল হক নিরব নামের এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করছে ডিবি পুলিশ।
৭ মার্চ মঙ্গলবার বিকাল ৫টার সময় গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নিরব গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি ফকির পাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজারস্থ জৈনক মোঃ জিয়াউল হক এর খড়ির দোকানের সামনে চাঁপাই টু রাজশাহী গামী মহাসড়কের দক্ষিন পাশ্বে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এ সময় ইনজামুল হক নিরবের (২৪) হেফাজত হতে ১০০ (একশত) গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024