|
Date: 2023-03-08 11:52:42 |
আজ বুধবার (৮ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে রাজশাহী নগরীর কাটাখালীর মুসলেমের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে'। রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত চার্জার ভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে'।
নিহতরা হলেন- রাজশাহীর' পবার পারিলা ইউনিয়নের পারিলা গ্রামের হযরতউল্লাহ (৫০) ও নাটোরের বাগাতিপাড়ার রিমা খাতুন ৪০'। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের লিডার মনিরুজ্জামান গ্রামবাংলা খবরকে নিশ্চিত করেছেন'।
তিনি বলেন, সকালে কাটাখালীর মুসলেমের মোড়ে দুর্ঘটনার' খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিমা খাতুন ও হযরতউল্লাহকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী' মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন'।এ 'বিষয়ে কাটাখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত' কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ 'রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে'।
© Deshchitro 2024