"ডিজিটল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন" প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুজ্জামানের সভাপতিত্ব ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শোভা রায়ের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম, কেশবপুর থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম, পরিত্রাণের প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাস, নারী নেত্রী মনিরা খানম, সুফিয়া পারভীন শিখা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণী।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024