|
Date: 2023-03-08 13:00:30 |
আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মার্চ) সকাল ৯.৩০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” শ্লোগানকে সামনে রেখে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান উপস্থাপনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, এসআই আবু হানিফ, ন্যাজারিন মিশন, ব্র্যাক, ফ্রেন্ডশীপ প্রতিনিধি ও মহিলা অধিদপ্তরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024