"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বুধবার সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালী শেষে উপজেলা সদরে শহীদ সুরেন মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ,নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী প্রমুখ।