" এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম" সেই ঐতিহাসিক ৭- ই মার্চ কে হৃদয়ে ধারণ করে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন এর সার্বিক দিক নির্দেশনায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
দিবসের শুরুতেই প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতঃপর বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণের ভূমিকা অবদান গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা রাখেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের প্রভাষক আখতার হোসাইন খান সহ নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঐতিহাসিক ৭ ই মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে কবিতা আবৃত্তি, ৭ই মার্চ এর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।