ঢাকাস্থ মণিরামপুর সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ ইকবাল কবীর মোল্যা ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. মিজানুর রহমান। বুধবার নির্বাচনে দায়িত্বপালনকারি নির্বাচন কমিশনার দৈনিক ভোরের ডাকের সম্পাদক বেলায়েত হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিশিষ্ট আইনজীবি অ্যাড. হারুণ অর রশিদ ও বিসিএস ক্যাডারের কর্মকর্তা উপসচিব মোঃ সহিদুজ্জামান লাভলু নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

জানাযায়, ১৯৮১ সালে সমিতি গঠনের পর এবারই প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। ২১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিতরণ, ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৭ মার্চ ভোট গ্রহনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে নির্বাচন কমিশনার তাদেরকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে আরও ৩৪ জন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচিতদের মণিরামপুর প্রেসকাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024